জম্মু ও কাশ্মীরে যৌথ নিরাপত্তা গোষ্ঠীর হাতে এবছর এপর্যন্ত ৭০জন জঙ্গী মারা পড়েছে। এদের মধ্যে ৪৬জন জায়েশ-এ-মহম্মদের।
নিরাপত্তা গোষ্ঠী বলেছে সামগ্রিক বাস্তব পরিস্থি্তির বেশ উন্নতি হয়েছে। কাশ্মীর অঞ্চলে জঙ্গীদের নিয়োগ এবং পাথর ছোঁড়ার ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে।
গতকাল শ্রীনগরে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের প্রধান দিলবাগ সিং বলেন, ২০১৮ জঙ্গী মোকাবিলায় ২০১৮ ছিল একটি সফল বছর।
১৫ কর্প্স এর জি ও সি লেফটেনান্ট জেনারেল কে জে এস ধিল্লোঁ বলেন এবছর বেশ কিছু জায়েশ এ মহম্মদের জঙ্গী মারা পড়েছে। এখন এই গোষ্ঠীর কোনো নেতা উপত্যাকায় নেই।
তিনি স্থানীয় জঙ্গীদের আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসতে বলেন। ধিল্লোঁ বলেন পুলওয়ামার পর ৪১জন জঙ্গী মারা পড়েছে তাদের মধ্যে ১৩জন পাকিস্তানী।