শ্রীলংকায় ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার জেরে দেশের প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্ডো গতকাল পদত্যাদ করেছেন। তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা সচিব হিসেবে এই মর্মান্তিক ঘটনার নৈতিক দায় স্বীকার করছেন। উল্লেখ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা শ্রীলংকার একাধিক গীর্জা ও হোটেলে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা ব্যক্ত করা সত্বেও দেশের নিরাপত্তা সংস্থাগুলি এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়েছে।
এদিকে শ্রীলংকায় জঙ্গি হামলার সঙ্গে জড়িত একজন আত্মঘাতি বোমারু শিক্ষার্থী হিসেবে কিছু সময় অস্ট্রেলিয়ায় ছিল বলে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিশন জানিয়েছেন।