প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২১ দিনের এই লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ বজায় থাকবে। এক টুইট বার্তায় শ্রী মোদি বলেন, আতঙ্কিত হবার কোন কারণ নেই।
তিনি বলেন, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান দিতে একযোগে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, দোকানের সামনে ভিড় বাড়িয়ে জনগণ করোনা সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, আমরা একজোট হয়ে COVID-19 এর বিরুদ্ধে লড়াই করবো এবং স্বাস্থ্যকর ভারত গড়ে তুলবো।