দেশের কোভিড ১৯ থেকে আরোগের হার বেড়ে হয়েছে হয়েছে ৯৬.৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় মোট ১৭ হাজার ৮১৭ জন কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। মোট আরোগ্যের সংখ্যা বর্তমানে এক কোটি এক লাখ ২৯ হাজারের বেশী। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমানে প্রকৃত সংক্রমণের পরিমাণ মাত্র ২.০৪ শতাংশ। বর্তমানে দেশে মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৫০৭।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৮টি নতুন সংক্রমণ ঘটেছে। দেশে মোট সংক্রমণের সংখ্যা বর্তমানে ১ কোটি চার লাখ ৯৫ হাজারেরও বেশি দাঁড়িয়েছে। মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভারতে কোভিডে মৃত্যুর হার ১.৪৪ শতাংশ, যা বিশ্বের মধ্যে নিম্নতম। গত ২৪ ঘণ্টায় ২০২ জন মারা যাওয়ার পর মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত এক লাখ ৫১ হাজার ৫২৯ জন।